৩নং চাঁদশী ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০১৩ ও ২০১৪ পঞ্জিকাবর্ষ মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি গম/চাল দেওয়া হবে।আজ ১২/০৩/২০১৫ইং তারিখে কার্ড ও দুই মাসের চাল বিতারন করা হয়েছে।এখানে চেয়ারম্যান বাবু কৃষ্ণ কান্ত দে (চিত্ত),মহিলা বিষয়ক কর্মকতা এবং ইউপি সচিপ,ইউপি সদস্য ও এলাকার গনোমানো বেক্তিরা দারিয়ে থেকে কার্ড ও চাল বিতারন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস