গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার বিকালে চেয়ারম্যান ও পুরুষ/মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা রিটানিং অফিসার দুলাল তালুকদার।
এসময় বক্তব্য রাখেন, গৌরনদী থানা অফিসার ইচার্জ (ওসি) আবুল কালাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম খান, জাকির হোসেন, গৌরনদী প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, উপজেলা রিটানিং অফিসার মিজানুর রহমান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতিনিধি মনজুর হাসান মিলন, সৈয়দ মাহাবুব আলম, দেলোয়ার হোসেন রনি প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস