Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ভোটার তালিকা নাম নিবন্ধন!!!!!!!
Details

          ৩নং চাঁদশী ইউনিয়ন পরিষদ এলাকা বাসি জানো জাইতেছে যে নতুনভোটারহিসাবেনিবন্ধন জারা নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই  প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

যোগাযোগ করুন:- ৩নং চাঁদশী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে, চাঁদশী, গৌরনদী, বরিশাল।

****ভোটার নিবন্ধন করতে এর জন্য দরকারী- কাগজপত্র ও নির্দেশনা*****

০১.  আপনি ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যাক্তি পুনরায় আবেদন

       করলে সেটি দন্ডনীয় অপরাধ।

০২.   নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

০৩   শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র।

০৪.   শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)

০৫.   অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেনস/ ট্রেড লাইসেনস/কাবিননামার সত্যায়িত অনুলিপি।

০৬.   পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউনিসলরের প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।  

Attachments
Publish Date
28/02/2015