Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চাঁদশী ইউনিয়ন

৩নং চাঁদশী ইউনিয়ন পরিষদ, ডাকঘর: চাঁদশী, উপজেলা: গৌরনদী, জেলা: বরিশাল। ঢাকা-বরিশাল মহা সড়কের পশ্চিম পার্শ্বে গয়না ঘাটা- রাজিহার সড়ক দিয়ে ৩ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।

জমিদার মৃত: কেদার নাথ বসু চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা।

মৃত: কাদম্বি বসু :-ভারত বষের প্রথম ডিগ্রি ধারী মহিলা।

ডাঃ পদ্ধ দাস বিথ্যাত চাঁদশী ক্ষত চিকিৎক্ষ প্রতিষ্ঠাতা।

মৃত: ভগীরথ চক্রবতী :- প্রথম বসন্ত রোগের টিকাদান কারী।

 

ক) ইউনিয়নের নাম :– ৩নং চাঁদশী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন :– ৭.৩৮ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা :–  ১৫,৬৬৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা  :– ০৮ টি।

ঙ) মৌজার সংখ্যা :– ৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা  :-২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম  :- ইজি  বাইক/রিক্সা।

জ) শিক্ষার হার  :–৭১%। (২০১২ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    ১.সরকারী প্রাথমিক বিদ্যালয়  :- ০৯টি।

    ২. বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় : - ০২টি।

    ৩. উচ্চ বিদ্যালয়  :- ০২টি

    ৪. মাদ্রাসা   :- ০৬টি।

ঝ) চেয়ারম্যান :– সৈয়দ নজরুল ইসলাম

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান :- ৬২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান  :–৬ টি।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল  :– ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ :–

                                        ১. নির্বাচন এর তারিখ - ২১/০৬/২০২১ইং

                                        ২. চেয়ারম্যান শপথ গ্রহণের তারিখ –১৩/০৭/২০২১ইং

                                        ৩. ইউপি সদস্য - সদস্যাদের শপথ গ্রহণের তারিখ –১৪/০৭/২০২১ইং

                                        ৪. প্রথম সভার তারিখ – ১৫/০৭/২০২১ইং

                                       ৫. মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৪/০৭/২০২৬ইং  

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল :–

               ১. নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২. ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩. ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।